আজ রবিবার

২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ১০:৫২

নিশ্চিন্তপুরে হামলার ঘটনায় মুন্সী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

288 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিতপুর বাজারে বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মুন্সী মো. জাহাঙ্গীর আলমসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাকি দুই আসামী হলেন- নিশ্চিন্তপুর এলাকার শফিক সরকার, হরিনা এলাকার জসিম খানের ছেলে নীরব।

সোমবার (১৬ জুন) আদালতে আসামীদের মধ্যে তিনজনের জামিন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেন।

এর আগে, সোমবার (১৪ জুন) রাতে উপজেলার ব্রাক্ষনচক গ্রামের বিল্লাল মাস্টারের ছেলে তানজিল প্রধানকে (২৫) নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক জাফর।

প্রসঙ্গত, গত ৯ জুন মতলব উত্তর উপজেলার ৫নং দূর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর বাজার এলাকায় দলের ঈদ পুনর্মিলনীর অংশ হিসেবে দলীয় শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনা ঘটে।

ওই হামলায় মতলব উত্তর উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল আহমেদ সোহেল ও যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমেদ মামুনসহ যুবদলের একাধিক নেতৃবৃন্দ গুরুতর আহত হন। হামলাকারীরা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমেদ মামুনের একটি চোখ উপড়ে ফেলে।

গত ১০ জুন মতলব উত্তর থানায় শেখ মঞ্জুর আহাম্মদ বাদী এই মামলাটি করেন। মামলা নং- ০৮, জিআর নং- ৩২৯।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ