আজ শনিবার

৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১:১৯

মতলবে তিন মাদক বিক্রেতাকে জেল ও জরিমানা

227 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ইয়াবা ও গাঁজা বিক্রির অভিযোগ উপজেলার ভাঙ্গারপাড় ও তাঁতখানা গোদারাঘাট এলাকা থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা, ৬০ পিচ ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে এবং আটককৃতদের জেল জরিমানা করা হয়।

মঙ্গলবার ( ৭ অক্টোবর) অবৈধ মাদকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এই মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়।

জানা যায়, অভিযানে আটককৃতদের মধ্যে মতলব পৌরসভার ভাঙারপাড় এলাকার মো. জসিম উদ্দিন প্রধান (৩৫) কে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে ১(এক) বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং অপর দুই ব্যক্তি নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের তাঁতখানা গ্রামের জসিম উদ্দিন (৪৩) কে ও ভাঙারপাড় এলাকার জুয়েল প্রধানীয়া(৩৬) কে যথাক্রমে গাঁজা ও ইয়াবা বিক্রির অপরাধে নিয়মিত মামলার জন্য থানায় প্রেরণ করা হয়। মামলা প্রক্রিয়াধীন বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ।

এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন,আমাদের সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং মাদক নির্মূলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মাদককে না বলে জীবনের পক্ষে অবস্থান নিতে হবে। মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ