আজ শনিবার

৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ২:৫৬

ছেংগারচরে মাদকসহ আটক ৬

1421 Views

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বারোআনী গ্রামের একটি ভবন থেকে ১৬-১৯ বছর বয়সী ছয় কিশোরকে মাদক সেবনের সময় আটক করেছে পুলিশ। পরে আইনের ৩৪ ধারায় তাদের আদালতে প্রেরণ করা হয়।

যদিও আটকপ্রাপ্তদের পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগের কথা শোনা গেলেও তারা পুলিশের সঙ্গে লেনদেনের বিষয়টি সর্বশেষ অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় মতলব উত্তর থানা পুলিশের এএসআই রবিউল ইসলাম ও এএসআই সাজেদুর রহমান বারোআনী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

অভিযানে পুলিশ জানায়, একটি কক্ষে বসে মাদক সেবনের সময় তারা হাতে-নাতে ধরা পড়ে এবং সেখান থেকে ১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এএসআই রবিউল ইসলাম ও সাজেদুর রহমান বলেন, আমরা নিয়ম মেনেই অভিযান চালিয়ে ১ পিস ইয়াবাসহ তাদের আটক করেছি। বয়স যাচাই করে পরে স্যারদের নির্দেশে ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়।

এদিকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম)।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ