আজ মঙ্গলবার

২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৩রা রজব, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৭:০৪

চাঁদপুরে আসছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

439 Views

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চাঁদপুর সফরে আসছেন।

সূত্র মতে, ওইদিন সকাল ৯টা ১৫ মিনিটে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চাঁদপুরে পৌঁছাবেন। চাঁদপুর সদরস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এলাকায় অবস্থিত ২১ বীর ব্যাটালিয়ন (সদর আর্মি ক্যাম্প) পরিদর্শন করবেন সেনাপ্রধান। পরিদর্শন শেষে সেনাপ্রধান সকাল সাড়ে ১০টায় একই ক্যাম্প থেকে লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক জানান, “সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মহোদয়ের চাঁদপুরে আগমনের বিষয়টি জানতে পেরেছি। তবে এখনো তাঁর বিস্তারিত কর্মসূচি হাতে পাইনি।”

অন্যদিকে চাঁদপুরের পুলিশ সুপার জানান, “সেনাপ্রধানের চাঁদপুর আগমনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য এখনো আমাদের কাছে পৌঁছায়নি। সেনাপ্রধানের এ সফরকে কেন্দ্র করে চাঁদপুরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রস্তুতির আভাস মিললেও, চূড়ান্ত কর্মসূচি ঘোষণার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ