আজ শনিবার

৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১২:০৮

মতলব উত্তরে বিদ্যুতের ভেলকিবাজি, বিপাকে লাখো গ্রাহক

212 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আবারও দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি–২। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজও শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো।

মতলব উত্তর জোনাল অফিস জানিয়েছে, উল্লিখিত সময়ের মধ্যে ছেঙ্গারচর পৌরসভা, কলাকান্দা, মোহনপুর, এখলাশপুর, জহিরাবাদ, গজরা, ষাটনল, কালিপুর, ফতেপুর পশ্চিম, ফরায়জীকান্দি ও আমিরাবাদ এলাকায় বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর একইভাবে রক্ষণাবেক্ষণের নামে দিনভর বিদ্যুৎ বন্ধ ছিল। তখনও মতলব উত্তর উপজেলার প্রায় ১ লক্ষাধিক গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছিলেন। বিশেষ করে স্থানীয় বাজার, ব্যাংক, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয়।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম বলেন, প্রায়ই বিদ্যুৎ বন্ধ থাকে। একদিন বন্ধ থাকলে পরদিন ভোল্টেজ কম থাকে, এতে ব্যবসা ও ঘরোয়া কাজকর্মে সমস্যা হয়। মোহনপুর ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম বলেন, সেচের সময় বিদ্যুৎ না থাকায় ফসলের ক্ষতি হয়। রক্ষণাবেক্ষণ জরুরি হলেও রাতের সময়ে করলে কষ্ট কম হত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী হাসিনা বেগম (৪৫) বলেন, সকাল থেকেই বিদ্যুৎ নেই। ফ্যান না থাকায় গরমে শিশুরা কষ্ট পাচ্ছে।

পরীক্ষা-নিরীক্ষা করা যাচ্ছে না, ডাক্তাররাও সমস্যায়।
স্থানীয় জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ কাজের সময় গ্রাহকদের আগাম তথ্য দেবে এবং বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে, যাতে সাধারণ মানুষের কষ্ট কম হয়।

মতলব উত্তর জোনাল অফিসের এক প্রকৌশলী জানান, এটি নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম। বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা ও মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ লাইন ও ট্রান্সফরমারে কাজ করা হচ্ছে। এজন্য পুরোদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ