আজ মঙ্গলবার

১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

বিকাল ৩:৫১

সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে যেন কেউ সুযোগ না পায় : তানভীর হুদা

84 Views

চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, বিগত সময়ে দেশে যে পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবারই দায়ী ছিল আওয়ামী লীগ। আমরা প্রশ্ন করি, আমরা কেন পূজামণ্ডপ পাহারা দেব? আমরা সবাই বাংলাদেশি, এ দেশে সবার অধিকার সমান।

দেশের প্রতি দায়িত্ব সবার, সেখানে পূজামণ্ডপ পাহারা দেওয়ার মানসিকতা নয়, বরং আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। আমরা আনন্দ ভাগাভাগি করতে আসব, তবে সতর্ক থাকতে হবে যেন কোনো দুষ্কৃতিকারী এমন কোনো কাজ করতে না পারে যাতে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করা হয়। এদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তানভীর হুদা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে থেকে রাত ১০টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার কালির বাজারে পুজা মন্ডপ, সাদুল্ল্যাপুর নমকান্দি পুজা মন্ডপ, ছেঙ্গারচর বাজারে শ্রী কালাচান বিগ্রহ মন্দির, গজরা বাজারে পুজা মন্ডপ, নান্দুরকান্দি পুজা মন্ডপ’সহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন এবং ভক্তবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তানভীর হুদা বলেন, আমরা মতলবের মানুষ অত্যন্ত সৌভাগ্যবান। এখানে ধর্মীয় সম্প্রীতি বিরাজ করে। সবাই মিলেমিশে একাকার হয়ে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ এক বছর আগে যে স্বপ্ন নিয়ে স্বৈরাচার সরকারকে বিদায় দিয়েছে, সেই স্বপ্ন পূরণ করতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, জেলা বিএনপি সাবেক সদস্য আলাউদ্দিন খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী ফরাজি, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু প্রমুখ।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ