আজ শুক্রবার

১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৪:৫৯

মতলব উত্তরে ‘পিএইচপি কুরআনের আলো’র অডিশন সম্পন্ন

89 Views

দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত ইসলামিক রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো—প্রতিভার সন্ধানে’ চাঁদপুর জেলার অডিশন পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসা প্রাঙ্গণে এই জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলার বিভিন্ন মাদরাসা থেকে হাফেজ শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্য থেকে ৪ জন প্রতিযোগীকে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়।

জেলা পর্যায়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুরআনের আলো ফাউন্ডেশনের পরিচালক হাফেজ জায়েদ বিন ইউসুফ ও বিশ্বজয়ী হাফেজ কারী হোসাইন আহমেদ।

আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চারজন প্রতিযোগীকে যথাক্রমে চার লাখ, তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি বিজয়ীরা পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাবেন। মোট ২৫ লাখ টাকার পুরস্কার বিতরণ করা হবে জাতীয় পর্যায়ে।

চাঁদপুর জেলার অডিশন পর্ব পরিচালনা করেন পিএইচপি কুরআনের আলো চাঁদপুর প্রতিনিধি হাফেজ মাইনুদ্দিন খান ইসলামাবাদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাজাকাত হারুন মানিক, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন, মুফতি মাসরুল হক, মো. কামরুজ্জামান, ও দেওয়ান আবুল বাশার।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ