আজ রবিবার

২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৬:১৪

সৌদি আরবে সাত দিন ধরে নিখোঁজ মতলবের শিহাদ

267 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মান্দারতলী গ্রামের ২২ বছর বয়সী প্রবাসী মো. শিহাদ হোসেন সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন।

পরিবারের তথ্য অনুযায়ী, দেড় বছর আগে জীবিকার তাগিদে সৌদিতে যান শিহাদ। তিনি রিয়াদের আজিজিয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং ট্যাক্সি চালিয়ে মাসে দুই থেকে আড়াই লাখ টাকা আয় করতেন।

গত রোববার গভীর রাতে শিহাদের মুঠোফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলকারীর পরিচয় পুলিশ হিসেবে দেওয়া হয় এবং তাঁকে জরুরি অবস্থায় বাসার সামনে যেতে বলা হয়। এরপর থেকে শিহাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ রয়েছে।

শিহাদের বাবা, যিনি নিজেও সৌদিপ্রবাসী, স্থানীয় পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবার আশঙ্কা করছে, দুর্বৃত্তরা শিহাদকে হত্যা বা অপহরণের শিকার করেছে।

শিহাদের খালাতো ভাই মো. হাবিব জানিয়েছেন, শিহাদ একই বাসায় কয়েকজনের সঙ্গে থাকতেন। তবে আর্থিক দ্বন্দ্ব ও শত্রুতা তৈরি হওয়ায় তার প্রতি হুমকি দেওয়া হয়েছিল। শিহাদ বিষয়টি পরিবারকে জানিয়ে ছিলেন।

শিহাদের মা রেখা বেগম বলেন, “রুজির জন্য ছেলেকে বিদেশ পাঠিয়েছি। প্রায় পাঁচ দিন ধরে তার কোনো খবর নেই। সে কি বেঁচে আছে না মারা গেছে, কিছুই জানি না। চোখের পানি শেষ, ঘুমও নেই। ছেলের খোঁজ পাওয়া গেলে হয়তো শান্তি পেতাম।”

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ