আজ রবিবার

১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ১০:০৬

মতলব উত্তরে মোবাইল কিনে না দেওয়ায় আত্মহত্যা

345 Views

চাঁদপুরের মতলব উত্তরে মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে সাব্বির নামে ১৪ বছরের এক কিশোর আত্মহত্যা করেছে।

বুধবার(১০ সেপ্টেম্বর) পৌনে ৭ টার দিকে ছেংগারচর বাজারের ভাড়া বাড়িতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বির বারোয়ানী গ্রামের জহির শিকদারের ছোট ছেলে। জহির শিকদার ছেংগারচর বাজারের কাঁচামালের ব্যবসায়ী। এ ঘটনায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে নিহতের পরিবারে। বাকরুদ্ধ হয়ে পড়েছে
নিহতের বাবা।

স্বজনরা জানায়, অনলাইন গেমস ফ্রি ফায়ারে আসক্তির কারণে পরিবারের কাছে মোবাইল বায়না করেছিলো সাব্বির। কিন্তু পরিবার তাকে মোবাইল কিনে দিতে রাজি হয়নি। এতে অভিমান করে গতকাল থেকে খাবার খাওয়া ছেড়ে দিয়েছিলো ওই কিশোর। এরপর অভিমান করে আত্নহত্যা করে সে।

মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক মতলব টুডে ডটকমকে বলেন, মোবাইল কিনে না দেওয়ায় আত্নহত্যার খবর পেয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান তরুণ প্রজন্মের কাছে ফ্রি ফায়ার-পাবজি মাদকের চেয়ে অনেকাংশে বড় নেশা হয়ে দাঁড়িয়েছে। যার মাধ্যমে শুধু আর্থিক ক্ষতিই হচ্ছে না বরং তরুণ প্রজন্ম নিজেদের মানসিক ও শারীরিক ক্ষতি করছে। তাই পরিবারকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ