আজ মঙ্গলবার

১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১:৫৬

দেড় বছরেও মিলছে না জন্মসনদ, দুর্ভোগে পৌরবাসী

215 Views

জাতীয় পরিচয়পত্র তৈরি, বাচ্চাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, সরকারি-বেসরকারি বিভিন্ন কাজ করতে যেখানে জরুরি প্রয়োজন অনলাইন জন্ম নিবন্ধন সনদ। ঠিক তার উলটো চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভায়। এখানে কার্যক্রম চলছে অফলাইনে।

ওয়ার্ডভিত্তিক জিও কোড না থাকায় দেড় বছর ধরে জন্ম নিবন্ধন সনদ পাচ্ছে না পৌরবাসী। অন্যান্য নাগরিক সেবাও চলছে অফলাইনে। এতে পৌরসভার হাজার হাজার নাগরিককে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

পৌরসভার সারপার গ্রামের মামুন খান ও কালিকাপুর গ্রামের খাদিজা বেগম কালবেলাকে জানান, পৌরসভা হওয়ার পর থেকে জন্ম নিবন্ধন সনদ অনলাইনে হয় না। একটা কাজ করতে দিলে অনেকদিন সময় লাগে। আমরা যদি সেবা তাড়াতাড়ি না পাই তাহলে এমন পৌরসভা হইয়া আমাগো কী লাভ হইলো?

পৌর প্রশাসক ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, ওয়ার্ড বিভক্তির গ্যাজেট না থাকায় পরিসংখ্যান ব্যুরো থেকে দুই ডিজিটের জিও কোড পাওয়া যায়নি। আমরা ইতোমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। দুই ডিজিটের জিও কোড পেয়ে গেলে আমরা অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিতে পারব। তবে এখন অফলাইনে সকল সেবা দিয়ে যাচ্ছি। নারায়ণপুর পৌরসভার সকল কার্যক্রম স্বাভাবিক ও সচল করতে প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছে পৌরবাসী।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ