আজ শনিবার

৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১:৩২

মতলবে বাবার মৃত্যুর ৪ ঘণ্টা পর ছেলের মৃত্যু

1955 Views

মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামের মো. সোলেমান খান (৩০) অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার ভর্তি হন চাঁদপুর জেনারেল হাসপাতালে। গতকাল রোববার সন্ধ্যায় অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হন তাঁর বাবা মো. আবুল হাসেম খান (৬০)।

সোমবার (২৮ জুলাই) ভোর ৪টা ৪০ মিনিটে চিকিৎসাধীন আবস্থায় মারা যান মো. আবুল হাসেম খান। বাবার মৃত্যুর সংবাদ শুনে চিকিৎসাধীন সোলেমান খান আরও অসুস্থ হয়ে পড়েন। বাবার মৃত্যুর ৪ ঘণ্টা পর আজ সকাল ৯টায় মারা যান তিনি।

অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে তাঁদের পরিবার নেমে এসেছে শোকের ছায়া। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় পারিবারিক কবরস্থানে তাঁদের লাশ দাফন করা হয়েছে।

মো. আবুল হাসেম খান ও মো. সোলেমান খানের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে। মো. আবুল হাসেম খানের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে সোলেমান খান বড়। মতলব দক্ষিণ উপজেলা সদরের গাউছিয়া মার্কেটে সোলেমানের দরজি দোকান ছিল। তাঁর আয়েই সংসার চলত বলে জানিয়েছেন স্বজনেরা।

সোলেমান খানের ছোট ভাই মো. শাহাজালাল খান বলেন, ‘এত অল্প সময়ে বাবা ও বড় ভাইকে হারাইলাম। এই কষ্ট ও শোক ক্যামনে সহ্য করুম। বড় ভাইয়ের আয়েই সংসার চলত।’

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, তিনি ঘটনাটি জেনেছেন। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। দুজনের মৃত্যুই অসুস্থতাজনিত।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ