আজ রবিবার

২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

ভোর ৫:৩৮

মতলবে শাওন হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

376 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অটোরিকশাচালক শাওন হত্যা মামলার প্রধান আসামি নাঈম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার কলাদি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নাঈম শেখ ভোলার চরফ্যাশন থানার দক্ষিণ মাদরাজ গ্রামের ইয়াকুব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মেদ।

ওসি সালেহ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ পৌরসভার কলাদী এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাচালক শাওন হত্যা মামলার আসামি নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর উপজেলার নারায়নপুর রসুলপুর এলাকায় অটোরিকশা ছিনতাই করতে গিয়ে অটোচালক শাওনকে হত্যা করে নাঈম। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ