আজ শনিবার

৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১২:২০

মতলবে ছয় প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

121 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। বিভিন্ন অনিয়ম ও ত্রুটির কারণে ৬টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাট আমজাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মুমতাহিনা পৃথুলা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল বলেন, অভিযানে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্য বিক্রি করায় লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ১০ হাজার টাকা, মধুবন সুইটমিট মালিককে ১০ হাজার টাকা, ভাই ভাই হোটেল এন্ড নন্দ কেবিন মালিককে ১০ হাজার টাকা এবং ঘোষ কেবিন মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মতলব বাজারের ঘোষ পট্টি এলাকার তুষার স্টোরকে ২ হাজার টাকা এবং সম্রাট হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে আরো উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ ও মো. রাজিব ফকির এবং মতলব দক্ষিণ থানার এসআই জমসেদ, ইকরামুলসহ সঙ্গীয় ফোর্স।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ