আজ শনিবার

৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৩:৩৫

ছেংগারচর কলেজ কমিটি নিয়ে এবার মুখ খুললেন ছাত্রদল নেত্রী

705 Views

সদ্যঘোষিত চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সামলোচিত কমিটির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন কমিটির সিনিয়র যুগ্ন-আহ্বায়ক নিহা মনি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেন, ‘ মতলব উত্তরে কী নারী নেতৃত্বের কোন প্রয়োজন নেই? কমিটি নিয়ে কেন এতো সমালোচনা সেটা সবাই জানে। সেখানে আমার যোগ্যতা ও নেতৃত্বের দক্ষতা প্রকাশ্য। কমিটির প্রয়োজনে আমি পদত্যাগ করতে প্রস্তুত আছি, তবে ভয় পেয়ে বা কারো কথায় না।

কলেজ কমিটি দেখে আমরা সবাই অবাক। এই কমিটি কারো প্রত্যাশিত ছিল না। দুঃসময়ে যারা দলের হয়ে কাজ করেছে, মিছিল মিটিং করেছে, তারা কেউ কমিটিতে নেই।

হ্যাঁ আমি নতুন, কলেজ কমিটিতে নতুন। তবে কারো জায়গা দখল করিনি। আমরা সবাই চাই সিনিয়রা তাদের পর্যাপ্ত সম্মান পাক। তাদের নেতৃত্ব ছাড়া আমাদের এগোনো সম্ভব না। আমরাও চাই তাদের অনুসরণ করে পথ চলতে। তার মানে এই না, ব্যক্তিগত আক্রমণ মেনে নিবো। আমি কমিটির একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তবে অবাক করা বিষয়, আমি ২ জন ছাড়া কাউকে চিনি না । কাল ফেসবুক পোস্ট থেকে আরো দুজনেই আইডি সংগ্রহ করছি, দেখার ইচ্ছে ছিল তারা কারা! আর একজন যার নাম নাকি কেউ জানেই না, কলেজে তাকে চিনে কিনা তাও জানি না।

কমিটি পরিবর্তনের প্রয়োজন আছে। তাই কমিটির প্রয়োজনে ও ত্যাগীদের সম্মানে, যদি আমাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে সরে আসতে হয় বা পদত্যাগ করতে হয় তাহলে আমি স্বেচ্ছায় সরে দাড়াবো। তার জন্য আমার কোন দ্বি-মত থাকবে না।

তবে অবশ্যই বলবো, যোগ্যতা ও নেতৃত্বের দক্ষতা যেন বিবেচনা করা হয় এবং ছাত্রলীগের সাথে জড়িত সকল সদস্যকে পরিহার করা হউক।

উল্লেখ্য, বুধবার (২৭ আগস্ট) জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচ.এম ইসমাইল পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মতলব উত্তরে ৮ টি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এর পরপরই এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে নানা সমালোচনা শুরু হয়েছে। এরইমধ্যে একই কমিটি থেকে ঘোষণা দিয়ে পদত্যাগ করেছেন যুগ্ন-আহ্বায়ক সায়মন মিয়া।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ