আজ রবিবার

২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৮ই রজব, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১:০৯

মতলব উত্তরে জাকের পার্টির জনসভা ও র‍্যালী

261 Views

দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তরে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ছেংগারচর ডিগ্রি কলেজের সামনে থেকে একটি রেলি বাজারের গুরুত্বপূর্ণ স্থাণ প্রদক্ষিণ করে।

পরে ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ওবায়েদ মোল্লা।

তিনি বলেন, অলি-আউলিয়া ঘরানার লোক যতদিন পর্যন্ত মহান সংসদে না আসবে ততদিন পর্যন্ত এই দেশের শান্তি ফিরে আসবে না।

মতলব উত্তর ছাত্রফ্রন্ট নেতা মোঃ সিয়াম হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাকের পার্টির কেন্দ্রীয় নেত্রী নাসরিন, উপজেলা কৃষক ফ্রন্টের সভাপতি হান্নান প্রধান,
কুমিল্লা বিভাগীয় ছাত্র ফ্রন্টের সভাপতি মোঃ আনোয়ার হোসেন রুবেল, উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ডালিম মিয়া, সাধারন সম্পাদক মো. মইনুল ইসলাম রাজিব প্রমুখ।

এসময় জাকের পার্টির চাঁদপুর উত্তরের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভী মুক্তার হোসেন, জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী কামরুজ্জামাননেসা রেনু, জেলা ছাত্রী ফ্রন্টের সাধারণ সম্পাদীকা শাহনাজ আলম,উপজেলা জাকের পার্টির সভাপতি দুলাল হোসেন খানসহ জাকের পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত শেষে তাবারুক বিতরণ করেন তারা।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ