চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ডে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে লিফলেট বিতরণ ও ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।
জনসংযোগকালে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মদ আব্দুল মোবিন বলেন, সুশৃঙ্খল সমাজ ও ইনসাফ প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন এবং ন্যায়বিচারভিত্তিক পরিবার প্রতিষ্ঠা আমার জীবনের মূল লক্ষ্য।”
এসময় বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী এস.এম. কামরুল সরকার এবং পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজালাল প্রধান।
সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর মো. বাবুল প্রধান। এসময় সাইদুল ইসলাম, কমিশনার আব্দুল ওয়াদুদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।