আজ মঙ্গলবার

২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৩রা রজব, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৭:০৪

দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে মুখ খুললেন ড. জালাল

353 Views

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনের স্বপরিবারে দেশত্যাগে নিষেধাজ্ঞা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। এ বিষয়ে হতাশ না হয়ে দলীয় নেতা-কর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ড. জালাল উদ্দিনের রাজনৈতিক সচিব জানান, তিনি একজন শিক্ষিত ও আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব। তার অর্জিত সম্পদ বৈধ এবং সত্য ও ন্যায়ের পথে উপার্জিত। স্বার্থান্বেষী মহলের মিথ্যা অভিযোগের ভিত্তিতে দুদকের অনুসন্ধানকে কেন্দ্র করে তার রাজনৈতিক ও ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্নের অপচেষ্টা চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত চলাকালে আদালতের নির্দেশে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া স্বাভাবিক আইনি প্রক্রিয়া। বিষয়টি নিয়ে ড. জালাল উদ্দিন বিচলিত নন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সব সত্য প্রমাণিত হবে বলে তিনি আশাবাদী।

এদিকে ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এসব ঘটনা তাকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র। তবে ষড়যন্ত্র সত্যকে রুখতে পারবে না। তিনি চাঁদপুর-২ এর সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের ধৈর্য ধরার ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের আবেদনের পর ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত ড. মো. জালাল উদ্দিনসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। এ ঘটনায় মতলব উত্তর ও দক্ষিণে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ