আজ রবিবার

২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ১০:১৬

চাঁদপুর-২ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

1302 Views

চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিনসহ মোট পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার।

শনিবার (৩ জানুয়ারি) সকালে পূর্ব নির্ধারিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথমদিনে চাঁদপুর-২ আসনে যাচাই বাছাই শেষে এমন ঘোষণা দেয়া হয়। বৈধ ঘোষিত অন্য প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া, এলডিপির বিল্লাল হোসেন মিয়াজী গণঅধিকার পরিষদের বি এম গোলাপ হোসেন ও নাগরিক ঐকের এনামুল হক। মনোনয়ন প্রত্যাহার করেছেন বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এম এ শুক্কুর পাটোয়ারী।

অন্যদিকে হলফনামায় স্বাক্ষর না থাকায় জামায়াতের প্রার্থী ডা: আবদুল মুবিনের মনোনয়ন বাতিল ও ১ শতাংশ ভোটারের সাক্ষর সঠিক না থাকায় তানভীর হুদার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও বাকি ৪ প্রার্থীর মনোনয়নপত্রের তথ্য সংক্রান্ত ঘাটতি ও ত্রুটি পাওয়া গেছে বলে জানা যায়।

রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, আইনগত সব দিক পর্যালোচনা শেষে ৫ প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে চাঁদপুর-২ আসনে নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণে তার আর কোনো বাধা রইল না।

নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল মতে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।

আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে ১২ ফেব্রুয়ারি।

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ