আজ বুধবার

১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১২:৪১

আগামীর পরীক্ষা আরও কঠিন হবে, তাই পড়তে হবে: ড.এম মেজবাহ

263 Views

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের অধ্যাপক ড. এম মেজবাহ উদ্দিন বলেছেন, শিক্ষার মান্নোনয়নে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের এক যোগাযোগে কাজ করতে হবে। একটা প্লাটফর্মে থেকে এগোতে হবে। কোথায় কি সমস্যা আছে, সেগুলো খুঁজে বের করে সমাধান করতে হবে। শিক্ষার্থীদের মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। আগামীর পরীক্ষা আরও কঠিন হবে। তাই লেখাপড়া করেই সার্টিফিকেট অর্জন করতে হবে। ভালো রেজাল্ট করলে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার দায়িত্ব নিতে পারব।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে মতলব উত্তরের সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ লিয়াকত হোসেনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, সুজাতপুর কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আকতার হোসেন, অধ্যক্ষ মাসুদ পারভেজ, বিদ্যোৎসাহী আফজাল হোসেন, হিতৈষী সদস্য আরিফ হোসেন, অভিভাবক মিজানুর রহমান, সালেহা আক্তার, নুরুল আমিন পাটোয়ারী, জাকির আহমেদ, অ্যাড. মোস্তফা কামাল জয়নাল, হুমায়ুন কবির, ফারুক মিয়াজি, জসিম উদ্দিন প্রধান, জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শতভাগ উপস্থিতি নিশ্চিত ও লেখাপড়ার মানোন্নয়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সভাশেষে উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলে নিহতদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মো. মকবুল হোসেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ