আজ শনিবার

২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১১:২৭

শিক্ষা প্রতিযোগীতায় জাতীয় মঞ্চে মতলবের সানিয়া

528 Views

ইংরেজি রচনা প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মতলব দক্ষিণের কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী সানিয়া সাঈদ। ২০২৪ সালে জাতীয় পর্যায়ে ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার পর একই ইভেন্টে ‘খ’ গ্রুপে জাতীয় পর্যায়ে রানারআপ হয়ে আবারও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন তিনি।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিনিধিত্ব করে সানিয়া সাঈদ। প্রথমে মতলব দক্ষিণ উপজেলা, পরে চাঁদপুর জেলা এবং পরবর্তীতে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেন। এরই ধারাবাহিকতায় তিনি আজ ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আয়োজনে সানিয়া সাঈদ জাতীয় পর্যায়ে রানারআপ (দ্বিতীয় স্থান) অর্জন করে মতলব দক্ষিণ উপজেলা তথা চাঁদপুর জেলার সম্মান আরও উজ্জ্বল করেছেন। মতলববাসীর দোয়া ও চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের মানুষের আন্তরিক সমর্থনে এই অর্জন সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। শিক্ষাক্ষেত্রে তার এই সাফল্য তরুণ শিক্ষার্থীদের জন্য এক অনুকরণীয় অনুপ্রেরণা হয়ে উঠেছে।

সানিয়ার কৃতিত্বে কেএফটি পরিবার আনন্দিত ও উচ্ছ্বসিত। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস সানিয়ার এই অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি সানিয়ার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেন এবং এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে ব্যক্তিগতভাবে বিশেষ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেন।

অধ্যবসায়, আত্মবিশ্বাস ও নিরলস পরিশ্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে বারবার সাফল্য অর্জনকারী সানিয়া সাঈদ আজ শুধু একটি প্রতিষ্ঠানের নয়, সমগ্র মতলব ও চাঁদপুর জেলার গর্ব।

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ