আজ রবিবার

২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১২:৪০

মতলবে শীতার্ত এতিমদের পাশে ‘ফ্রেন্ডস জোন সোসাইটি’

338 Views

শীতের তীব্রতা যখন নিন্মআয়ের মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে, ঠিক তখনই মানবিকতার উষ্ণ হাত বাড়িয়ে দিল সামাজিক সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটি। সংগঠনটির উদ্যোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চারটি মাদ্রাসার অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস জোন সোসাইটির একঝাঁক উদ্যমী ও ত্যাগী সংগঠক মো. নিরব হোসেন, মো. ফয়সাল আহমেদ, লিখন ঘোষ, ফয়সাল খাঁন, মো. হাসান, উদয় হোসেন, আনিকা আক্তার, রোজিনা আক্তার ও বর্ষা ইসলাম।

এছাড়াও সংগঠনের উপদেষ্টামণ্ডলী, সুধীজন, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “শীতার্ত এতিম শিশুদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতেই আমাদের এই আয়োজন। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই ফ্রেন্ডস জোন সোসাইটির মূল লক্ষ্য। প্রতি বছর আমরা নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।” শীতবস্ত্র বিতরণের পূর্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা মো. রবিউল ইসলাম।

অনুষ্ঠান শেষে উপকারভোগী এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে ওঠে। স্থানীয়দের মতে, ফ্রেন্ডস জোন সোসাইটির এই মানবিক উদ্যোগ সমাজে ভালো কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে এবং মানবতার বন্ধনকে আরও দৃঢ় করবে।

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ