আজ শনিবার

২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৭:১৭

মতলবের ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শনে আসছেন কোরিয়ার প্রতিনিধি দল

273 Views

চাঁদপুরের মতলব–গজারিয়া ঝুলন্ত সেতু নির্মাণ প্রকল্পে অর্থায়নকারী দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানির প্রতিনিধিদল আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) মতলব পরিদর্শনে আসছেন।

এ উপলক্ষে তাঁদের সঙ্গে থাকবেন চাঁদপুর–২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দীন। তিনি হেলিকপ্টারযোগে সরেজমিন পরিদর্শনে অংশ নেবেন।

পরিদর্শন কার্যক্রমটি অনুষ্ঠিত হবে চান্দ্রাকান্দী গ্রীন ক্লাব মাঠে (কালিপুর পাম্প হাউজ সংলগ্ন)। নির্ধারিত সময় অনুযায়ী প্রতিনিধি দল ও ড. জালাল উদ্দীন আগামীকাল সকাল ১০টায় স্থানটিতে পৌঁছাবেন।

ঝুলন্ত সেতুটি নির্মিত হলে মতলব ও গজারিয়ার সংযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয়রা। দীর্ঘদিনের দাবি-আকাঙ্ক্ষার এই অবকাঠামো প্রকল্পটি বাস্তবায়নে কোরিয়ান বিনিয়োগকারীদের এই মাঠপর্যায়ের পরিদর্শনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতি, সম্ভাব্য নকশা ও পরবর্তী করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন প্রতিনিধি দল।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ