চাঁদপুরের মতলব উত্তরে গভীর রাতে অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক কারবারি মোঃ কামরুলকে (৫০) গ্রেফতার করছে মতলব উত্তর থানা পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ ওসি মো. রবিউল হক।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারি কামরুল উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পদুয়ারপাড় এলাকার মৃত নোয়াব আলীর ছেলে। দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকায় মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পদুয়ারপাড় মিয়াজী বাড়ী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় কামরুলের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।