আজ বৃহস্পতিবার

২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই রজব, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৮:০১

মতলবে কিশোর গ্যাং সন্দেহে ২৮ জন আটক

304 Views

চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং সংশ্লিষ্টতার সন্দেহে ২৮ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, গত মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চলছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার কাজলি বালুর মাঠ, নিউ হোস্টেল মাঠ, ছেংগারচর কলেজ মাঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে আটক ২৭ জনকে কাউন্সিলিংয়ের মাধ্যমে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় পুলিশ কর্মকর্তারা তাদের সন্ধ্যার পর পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এ ছাড়া অভিযানে আটক শিপু প্রধানের কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ