আজ মঙ্গলবার

১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৯:৩০

মতলব উত্তরে ২ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

383 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অবৈধভাবে মাছ ধরার সময় প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল আটক করেছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল আটক করা হয়। পরে আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে ২২ অক্টোবর পর্যন্ত, প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার বন্ধ রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাছের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যেই এ অভিযান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৪ অক্টোবর মধ্য রাত থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ থেকে ষাটনল পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ