আজ শনিবার

২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৭:১৩

অসময়ের বৃষ্টিতে মতলবের কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি

233 Views

চাঁদপুরের বিভিন্ন উপজেলায় চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আমন ধানের ফলন ভালো হয়েছে। এ মৌসুমে অধিক ফলনের আশা ছিল কৃষকদের, মাত্র কয়েকদিন পরেই আমন ঘরে উঠবে। কিন্তু এরইমধ্যে অসময়ের টানা বৃষ্টিতে ধানের ক্ষেত পানিতে ডুবে গেছে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

গত শনিবার (১ নভেম্বর) বিকাল থেকে মতলব উত্তরে ও আশপাশের উপজেলাগুলোতে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার পরে ভারী বর্ষণ বৃষ্টি ও বাতাস বয়ে গেছে। রাতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ায়। এতে মাঠের পাকা আমন ধান পড়ে গিয়ে পানির নিচে তলিয়ে যায়। ভাইগার চক, ব্রাহ্মণ চক, দুর্গাপুর সহ মতলব উত্তর উপজেলায় প্রচুর পরিমাণে আমন ধান রোপণ করেছেন কৃষকরা।

তবে বেশি ক্ষতি হয়েছে, ৫নং দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামের কৃষক সুলতান মাহমুদ এর ১৫০ শতাংশ জমি, এবং আবুরকান্দি, ভাইগার চক এলাকায়ও ব্যাপক ক্ষতি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মতলব উত্তর উপজেলার নিম্নাঞ্চলের মাঠে মাঠে সোনালি রঙে পাক ধরা রোপা আমন হঠাৎ এক দিনের ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় রোপা আমন ধান ডুবে গেছে। জমির পানি দ্রুত নিস্কাশন না হলে বেশি ক্ষতি হবে। এ নিয়ে কৃষকরা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। কৃষকদের দাবি দ্রুত পানি নিষ্কাশন হলে কিছু ধান হলেও তারা ঘরে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী মতলব টুডে ডটকমকে জানান, আগামী ১ সপ্তাহের মধ্যে ক্ষয়ক্ষতি দেখে জরিপ করে মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হবে। কৃষকদের এই ক্ষতি নিরুপণ করতে কৃষি বিভাগ যথাযথ ব্যাবস্থা নিচ্ছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ