আজ বুধবার

২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৮:৪৪

বিকেএসপিতে যাত্রা শুরু মতলব উত্তরের সোহানের

248 Views

চাঁদপুরের মতলব উত্তরের সাড়ে পাঁচানী গ্রামের উদীয়মান ক্ষুদে ফুটবলার ও ‘বাংলাদেশের মেসি’ খ্যাত সোহানের বিকেএসপিতে আগমন কেন্দ্র করে আজ প্রতিষ্ঠানজুড়ে দেখা যায় উৎসাহ-উদ্দীপনার ব্যতিক্রমী আবহ। সকালেই সোহান ও তার বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। এসময় তিনি পরিবারের খোঁজখবর নেন এবং সোহানের ফুটবল যাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে চান।

সাক্ষাতের পর মহাপরিচালক সরাসরি মাঠে গিয়ে সোহানের ফুটবল নৈপুণ্য উপভোগ করেন। এমনকি তিনি নিজেও সোহানের সঙ্গে বল নিয়ন্ত্রণের হালকা খেলায় অংশ নিয়ে তাকে উৎসাহ দেন।

মহাপরিচালক জানান—সোহানকে পরীক্ষামূলকভাবে বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্তির বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। তিনি আরও বলেন, “আগামী দিনের মেসি তৈরিতেই আমরা কাজ করছি। সোহানকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।”

সোহানের বয়স কম হওয়ায় তার আবাসনের জন্য প্রমিলা হোস্টেলে বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং ফুটবল বিভাগের কোচ আছিয়া খাতুনের তত্ত্বাবধানে সে পুরো প্রশিক্ষণ গ্রহণ করবে।

এদিকে সোহানের বাবা মো. সোহেল বিকেএসপিতে সুযোগ হওয়ার জন্য মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি চাঁদপুরের উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান তার সন্তানের স্বপ্নপূরণের পথ সুগম করার জন্য।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ