চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে মতলব পৌরসভার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন গোলাম সারওয়ার সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন মহাসচিব মাহফুজ মল্লিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন, “সাংবাদিকের প্রথম দায়িত্ব সত্য, সততা ও নিরপেক্ষতায় অবিচল থাকা। জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং তাদের আস্থা অর্জনই মূলধারার সাংবাদিকতার আসল শক্তি।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের নিবিড় সম্পর্ক সমাজ উন্নয়নকে ত্বরান্বিত করে। মতলবে সেই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. ছাইফুর রহমান এবং সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ।
অনুষ্ঠানে সংগঠনের সহকারী চেয়ারপারসন ও দৈনিক সমকালের প্রতিনিধি মো. ইকবাল হোসেন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি শ্যামল চন্দ্র দাস, যুগ্ম মহাসচিব ও দৈনিক চাঁদপুর কণ্ঠের রেদওয়ান আহমেদ জাকির, সুদীপ্ত চাঁদপুরের প্রতিনিধি ফজলে রাব্বি ইয়ামিন, দৈনিক সংবাদের সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান, সাপ্তাহিক অরুণোদয়ের ভারপ্রাপ্ত সম্পাদক সাইয়েদুল আরেফিন শ্যামল, প্রাইম টিভির প্রতিনিধি ডি. এম. আলাউদ্দিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. লোকমান হাবিব, সাইফুর রহমান সবুজ, মোজাম্মেল প্রধান হাসিব, আল-আমিন ভূঁইয়া, মো. ফয়সাল খন্দকার, মিজানুর রহমান, মো. রবিউল ইসলাম এবং অতিথি বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন খান।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মো. মিজানুর রহমান। পরে সদস্যদের মাঝে জ্যাকেট বিতরণ, কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।