আজ শনিবার

২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১১:৪১

ছেংগারচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

4 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৩টা টায় ছেংগারচর পৌরসভার দেওয়ানজি কান্দি গ্রামে আগুনে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে লাগা আগুন মুহূর্তের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবুল কালাম প্রধান জানান, একটি মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়।

তিনি বলেন, আমার অসুস্থ বাবাকে কোনরকমে ঘর থেকে বের করতে পেরেছি। এছাড়া আর কিছু বের করতে পারিনি। আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, তিনি স্থানীয় একটি মসজিদের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন এবং মসজিদের ৫০ হাজার টাকা তার কাছে রক্ষিত ছিল, সেই টাকাও আগুনে পুড়ে গেছে।

আবুল কালাম প্রধান অভিযোগ করে বলেন, আগুন লাগার পর বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করেছি। তারা অনেক পরে ফোন রিসিভ করে এবং জানানোর ১ থেকে দেড় ঘণ্টা পর বিদ্যুতের লাইন বন্ধ করা হয়। ফায়ার সার্ভিসও আসতে অনেক দেরি করেছে। যদি সময়মতো আসত, তাহলে হয়তো ক্ষয়ক্ষতি কিছুটা কম হতো।

অন্যদিকে স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানান গ্রামবাসী।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে আমার প্রতিনিধি পাঠিয়েছি। সরকারিভাবে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করা হবে।

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ