আজ বুধবার

১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৭:৩৪

মতলবে মন্ডপে মন্ডপে প্রশাসনের পরিদর্শন

156 Views

চাঁদপুরের মতলব পৌরসভার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আমজাদ হোসেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মতলব পৌরসভার ৫ টি পুজামন্ডপ পরিদর্শন করেন তিনি।আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা।

পুজামন্ডপগুলোর সর্বশেষ প্রস্তুতি, নিরাপত্তা এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন পৌরসভার বিভিন্ন মন্ডপ পরিদর্শনে যান।এসময় তিনি পুজামন্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন। কোন ধরনের সমস্যা আছে কিনা তার খোঁজ খবর নেন। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামুলক লাগানোর জন্য নির্দেশনা দেয়া হয়। কোন ধরনের সমস্যা হলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পরামর্শ দেন তিনি। শারদীয় দূর্গাপুজা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করার জন্য সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা বলয় থাকবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, ৫নং উপাদী উওর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরন, মতলব পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, মতলব পৌর যুবদল নেতা সাদ্দাম হোসেন, মতলব পৌর ছাত্রদল নেতা ইনসাদ আহমেদ জিসান, ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা শাহিন গাজী, ৬ নং ওয়ার্ড ছাত্রদল নেতা গোলাম রাব্বি।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ