মতলব উত্তর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি মতলব উত্তর উপজেলার নান্দুরকান্দি সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সব ভক্ত পূজারিদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আপনারা আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালন করবেন।
প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে। কোনো অপশক্তি আপনাদের পূজা উদযাপনে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করলে ৯৯৯-এ ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আপনাদের সার্বিক সহযোগিতা করবে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “উৎসব কখনো একা উদযাপন করা যায় না; সকলকে নিয়ে উদযাপন করতে হয়। এটি বাংলাদেশের সম্প্রীতি এবং আমাদের সমাজের ঐক্যের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে উৎসব উদযাপন করি, একে অপরের খোঁজ-খবর রাখি- এটাই আমাদের সংস্কৃতি।”
তিনি আরও বলেন, “এই ধরনের উৎসব না হলে আমাদের সন্তানরা তা জানবে না এবং ঐতিহ্য হারিয়ে যাবে। আমরা আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধারণের মাধ্যমে গর্বিত হতে চাই।”
নিরাপত্তার বিষয়ে তিনি জানান, জেলার সকল মণ্ডপ সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। পূজা মণ্ডপ কমিটির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীসহ সরকারি সব দপ্তর প্রতিটি মণ্ডপে নজর রাখছে।
এসময় বক্তব্য রাখেন, যৌথবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ রকিব উদ্দিন, কেন্দ্রীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডক্টর মুহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস প্রমুখ।