আজ রবিবার

২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১:৫০

মতলবের ৬৮ পূজামন্ডপে ড. জালালের আর্থিক অনুদান

207 Views

চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ৬৮টি দূর্গা পূজামন্ডপে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেলে পর্যন্ত সুলতানাবাদ ও ইসলামাবাদ ইউনিয়নের পূজামন্ডপ ঘুরে এসব আর্থিক অনুদান পূজামন্ডপ প্রতিনিধিদের কাছে পৌছে দেন তিনি। এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিভিন্ন পূজামন্ডপে সহযোগিতা পৌছে দেন তিনি।

এসময় প্রধান অতিথি হিসেবে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন এবং পূজায় সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন। দলীয় নেতাকর্মীদের পূজা শেষ না হওয়া পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের সহযোগীতা করার জন্য নির্দেশনা দেন এই নেতা।

বিতরণকালে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ হাসান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মুরাদ সহ নেতারা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ