আজ শুক্রবার

১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৬:৪৬

মতলব উত্তর-দক্ষিণ থানার দায়িত্বে নতুন দুই ওসি

167 Views

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ জেলার আট থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) মধ্যরাতে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী মতলব উত্তর থানার ওসি রবিউল হক এবং মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে জেলার অন্যান্য ছয় থানার ওসিকেও বদলির আওতায় আনা হয়েছে।

নতুন দায়িত্বে মতলব উত্তর থানার ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ কামরুল হাসান এবং মতলব দক্ষিণ থানার নতুন ওসি হচ্ছেন মোহাম্মদ হাফিজুর রহমান মানিক।

এদিকে এর আগেই, শনিবার (২৯ নভেম্বর) চাঁদপুরে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগ দিয়েছেন মো. রবিউল হাসান। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের এ কর্মকর্তা যোগদানের পরপরই জেলাজুড়ে উল্লেখযোগ্য প্রশাসনিক পরিবর্তন দেখা যাচ্ছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সারা দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের দায়িত্ব লটারির মাধ্যমে পুনর্বিন্যাস করা হয়েছে এবং একই প্রক্রিয়ায় মাঠ-প্রশাসনেও রদবদল আনা হচ্ছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ