আজ শনিবার

২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৭:১৬

বিয়ের পর ‘অফিসিয়াল স্টেটমেন্ট’ দিলেন এসপি ক্রিয়েশনের সিয়াম

136 Views

চাঁদপুরের মতলবের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাইফুদ্দিন সিয়াম তার বিয়ের খবর নিজের ফেসবুকে প্রকাশ করেছিলেন আগেই। এবার জানালেন তার স্ত্রীর সঙ্গে কিভাবে পরিচয়, কিভাবে বিয়ে হলো তার বিস্তারিত।

গত ৫ এপ্রিল সন্ধ্যায় ফেসবুক পোস্টে বিয়ের খবর জানিয়েছিলেন এসপি ক্রিয়েশনের কর্ণধার সাইফুদ্দিন সিয়াম। স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘স্কুলের বন্ধুদের না জানিয়ে তাদের বান্ধবী কে বিয়ে করে ফেললাম।

তবে ভক্তরা তার স্ত্রীর পরিচয় বা কিভাবে পরিচয় এসব বিষয়ে জানতে চান। তাদের জন্য আজ বুধবার (৯ এপ্রিল) ‘এসপি ক্রিয়েশন’ পেজে অফিশিয়াল বিবৃতি দিয়েছেন সিয়াম।

তিনি লিখেছেন, ‘ভাই দেখেন আমরা একই স্কুলে পড়তাম কিন্তু আমাদের মাঝে প্রেম ছিল না, এমনকি আমরা প্রেম করেও বিয়ে পর্যন্ত আগাই নাই, স্কুলে থাকতে এই মেয়েটার পছন্দ ছিল অন্য পোলাপান, ওই লিস্টে তখন আমি ছিলাম না। কিন্তু আমি মাঝে মাঝে তার বারান্দার সামনে দাঁড়াইতাম একটু পাত্তা পাওয়ার জন্য কিন্তু তবুও লাভ হয়ে ওঠে নাই।’

সিয়াম তার পোস্টে আরও বলেন, ‘তারপর আমিও আমার প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, যেই প্রেমের কারণে এসপি-এর উৎপত্তি। দীর্ঘ দশ বারো বছর পর এই রোজায় হঠাৎ এই মানুষটার কথা মনে পড়ে, কিন্তু হঠাৎ কেনো মনে পড়লো তা আমার জানা নাই। আমি ভাবলাম মেয়েটা কি বিয়ে করে ফেললো কিনা। পরে খোঁজ নিয়ে জানলাম করে নাই, মেয়েটার আইডিটাও আমার কাছে ছিল না তখন, আমি আরেক বান্ধবী এর কাছ থেকে প্রোফাইল লিংক নিয়ে প্রথম মেসেজ করলাম এভাবে Are you in a relationship? please say no!!’

তিনি আরও বলেন, ‘এরপর দুই সপ্তাহ এর মধ্যেই যা হবার হয়ে যায়। খুব তাড়াতাড়ি এবং পরিবারের মতামত ছাড়া আমার আগানোর ইচ্ছা ছিল না।

মেয়েটার অতীত বর্তমান যেভাবে গ্রহণ করেছি আমি, মেয়েটিও আমার বিষয়গুলো বুঝার চেষ্টা করেছে। মনের মিল হওয়ায় খুব একটা দেরি করিনি।’

সব শেষে সবার দোয়া চেয়ে সিয়াম লিখেছেন, ‘এখন দেখেন যেটা ভালো মনে করেন, পারলে আপনারা দোয়া কইরেন, যাতে ভালোভাবেই যায় সামনের দিনগুলো।’

স্ত্রীর ইচ্ছায় অন্য মেয়েদের সঙ্গে ভিডিও তৈরির কমিয়ে দিবেন জানিয়ে লিখেছেন, মেয়েটার একটাই দুঃখ আমি কেন অন্য মেয়েদের নিয়ে ভিডিও বানাই।

তারে বলছি আস্তে ধীরে কমিয়ে দিব। আর এই পোস্ট দেখার পর মেয়েটা এসে বলবে আমাকে অনেক কালো লাগতেছে.. আরেকটু সাদা করা গেলো না?

ফানি কনটেন্ট তৈরির মাধ্যমে যাত্রা শুরু করেছিলো এসপি ক্রিয়েশন; যেটি পরিচালনা করেন সাইফুদ্দিন সিয়াম। প্রথমদিকে খুব একটা সাড়া না পেলেও আস্তে আস্তে দর্শকদের মনে জায়গা করে নেয় কন্টেন্টগুলো। দর্শকদের ভালোবাসায় মাত্র অল্প সময়েই পেইজটি ভক্তদের কাছে পৌঁছে গেছে।

এই প্লাটফর্মটি থেকে সিয়াম ফানি কনটেন্টের বাইরেও বিভিন্ন শিক্ষামূলক ভিডিও, শর্টফিল্ম, নাটক নির্মাণ করার পরিকল্পনা নিয়েছিলেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ