loader image

আজ শুক্রবার

১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

এখন সময়:

রাত ৯:৫৮

ব্যবসায়ীকে হত্যা করতেই বিদেশী পিস্তল নিয়ে ঘুরছিল রমজান

মাহফুজুর রহমান

স্টাফ রিপোর্টার

ব্যবসায়ী রিপন সরকারকে হত্যা করার জন্য বিদেশী পিস্তল নিয়ে সন্দেহভাজন আচরণ করছিল রমজান নামের এক যুবক।

এই ঘটনায় গত শনিবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার বেলতলী আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃত রমজান বেলতলী এলাকার বারেক সওদাগরের ছেলে।

মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গত দুই-তিন দিন থেকেই রমজানের কথাবার্তা চলাফেরা রহস্যজনক মনে হচ্ছিল। বিধায় আমরা তাকে চোখের নজরে রেখেছিলাম। ঘটনার দিন বিকাল বেলা তার চলাফেরা আরো সন্দেহজনক হওয়ায় তাকে আটক করি। ভয়ভীতি দেখালে রমজান তার নিকট রক্ষিত পিস্তলের কথা স্বীকার করে। পরে স্থানীয়রা রমজানের শোয়ার ঘরের পালংয়ের নিচে থেকে বিদেশি পিস্তল ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। এ সময় স্থানীয়রা রমজানকে আটক করে পুলিশে খবর দেন।

মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মো. সানোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে রমজানকে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে যায়।

আটককৃত রমজান জানান, ব্যবসায়ী রিপন সরকারকে হত্যা করার জন্য ভবেরচর আব্দুল্লাপুরের ফিরোজ সিকদারের ছেলে লিটন তাকে পিস্তল সরবরাহ করে।

মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Comment

আজ শুক্রবার , রাত ৯:৫৮

১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ সার্চ করুন

Search

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত মতলব টুডে