চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ ডাকাতির মামলার লুণ্ঠিত মালামালসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. ফিরোজ বাবু (৩৫) কে গ্রেফতার করেছে।তিনি এখলাসপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
সোমবার (২২ সেপ্টেম্বর) পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের দিকনির্দেশনায় ও মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এরপর আসামি ফিরোজ বাবুকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি রবিউল হক।
থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. জাফর আহমেদ ও এএসআই মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ডাকাতি মামলার (এফআইআর নং-৮১, তারিখ- ২৯ আগস্ট ২০২৫; জি আর নং-৫৪৬; দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৫/৩৯৭ ধারা) লুণ্ঠিত একটি কালো রঙের বিদেশি টর্চলাইট উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত ফিরোজ বাবু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলারও পরোয়ানাভুক্ত আসামি। এর মধ্যে একটি মামলায় (এফআইআর নং-১৮/২৮৯, তারিখ-২১ ডিসেম্বর ২০২১; জি আর নং-২৮৯) তিন বছরের সশ্রম সাজা প্রাপ্ত এবং অন্য মামলায় (এফআইআর নং-১১/১৪৬, তারিখ-০৬ জুলাই ২০২১; জি আর নং-১৪৬) গ্রেপ্তারকৃত পরোয়ানা মূলে পলাতক ছিলেন।
ওসি রবিউল হক বলেন, ডাকাতি মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি ফিরোজ বাবুকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় আমরা সন্তুষ্ট। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে মতলব উত্তর থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে থাকবে।