আজ শুক্রবার

৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১০:৪৩

নদীতে গোসলে নেমে নিখোঁজ, ১ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

139 Views

চাঁদপুরের মতলব উত্তরে ধনাগোদা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মো. আব্দুল মান্নান (৭০) নামে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল।

রোববার (৩১ আগস্ট) রাতে নদী ফায়ার স্টেশন থেকে এসব তথ্য নিশ্চিত করেন স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম। মৃত আব্দুল মান্নান উপজেলার বেলতলি নয়াকান্দি গ্রামের মো. কালু ব্যাপারীর ছেলে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকায় মেঘনা ধনাগোদা নদীতে গোসল করতে নামেন আব্দুল মান্নান নামের ওই ব্যক্তি। অতিরিক্ত স্রোতের কারণে তিনি পানিতে ডুবে যান। পরবর্তীতে মতলব উত্তর ফায়ার স্টেশনের মাধ্যমে চাঁদপুর নৌ ফায়ার স্টেশনে সংবাদ দেয়া হয়।

চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে বিকাল ৪টায় নৌ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ৫টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ওই ব্যক্তির মরদেহ মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হাকিক এর নিকট একটি বডি ব্যাগে হস্তান্তর করা হয়।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ