আজ রবিবার

২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১২:৪৩

‘ধনাগোদা রিভারভিউ রেস্টুরেন্ট’ অপসারণের নির্দেশ পাউবোর

767 Views

চাঁদপুরের মতলব উত্তরের ধনাগোদা নদীর উপর গড়ে ওঠা ‘ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টকে’ অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।

পানি উন্নয়ন বোর্ডের এক চিঠিতে রেস্টুরেন্টের দুই মালিক মো. সাইফুল মোল্লা ও মো. সবুজ মিয়াকে ৩ দিনের মধ্যে এই স্থাপনা অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া এলাকায় বাপাউবোর অধিগ্রহণকৃত জায়গায় বিনা অনুমতিতে ধনাগোদা নদীর উপর রেস্টুরেন্টটি নির্মাণ করা হয়েছে। এর আগেও রেস্টুরেন্ট অপসারণের নির্দেশনা প্রদান করা হলেও মালিকপক্ষ তা উপেক্ষা করে স্থাপন কার্যক্রম চালিয়ে গেছেন।

বাপাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল হোসেন খান স্বাক্ষরিত ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, তিন দিনের মধ্যে রেস্টুরেন্টটি নিজ দায়িত্বে অপসারণ না করলে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অনুলিপি প্রদান করা হয়েছে নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), মতলব উত্তর থানা ও ইউনিয়ন চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ