আজ রবিবার

১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৪:২৭

২০১ পিস ইয়াবাসহ পুলিশের হাতে মাদক কারবারি মমিন

175 Views

মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের বদরপুর মোল্লাকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১০ ঘটিকায় সময় মতলব উত্তর থানার এসআই জাফর আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ওই রাতে অভিযান পরিচালনা করেন। অভিযানে বদরপুর মোল্লাকান্দি এলাকার একটি পাকা ব্রিজের উপর থেকে চিহ্নিত মাদক কারবারি মো. মমিন (৩৬) কে গ্রেপ্তার করা হয়।

এসময় তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট এবং তার হাতে থাকা ব্যাগ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মমিন উপজেলার ৩নং সাদুল্যাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বদরপুর আজিজ বাড়ির বাসিন্দা। তার পিতার নাম আব্দুল মোতালেব এবং মাতার নাম আফিয়া বেগম।

স্থানীয়দের অভিযোগ, বদরপুর এলাকাটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার আখড়ায় পরিণত হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, আমাদের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক ব্যবসায়ী মমিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ