আজ মঙ্গলবার

১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১০:৫৭

মতলব উত্তরে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ চেক বিতরণ

501 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অমৃত দেবনাথ, সহকারি কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে দাউদকান্দি, গোলমারী, শ্রীরায়েরচর সড়ক প্রসস্তকরণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষতিগ্রস্থ ১৮ জনের মাঝে ৬২ লাখ ৮২ হাজার ৫৬ টাকার চেক প্রদান করা হয়েছে।

এসময় এডিসি (রাজস্ব) একরামুল সিদ্দিক বলেন, সুবিধাভোগীদের যাতে কস্ট করে চাঁদপুর গিয়ে চেক আনতে না হয়। দেখা গেছে অনেকে বয়োবৃদ্ধ, আবার অনেকে অসুস্থ, এ অবস্থায় লোকজন কস্ট করে জেলায় না যাওয়ার চেয়ে আমরা নিজেরাই উপজেলায় এসে চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন করলাম। এতে চেক প্রাপ্তদের কোন রকম ভোগান্তি হয়নি।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ