চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত ৬ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বালুর চর এলাকায় এ অভিযান চালানো হয়।
যৌথ বাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক হন খোকন হোসেন (৪০), গোলাম হোসেন (৪৩), নিয়ামত (৭০), রাজিব (৩০), আক্তার (৫০) এবং ওয়ালিউল্লাহ (৪০)। এসময় তাদের নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনকারী ২টি ফিল্টার, ২টি গ্যাস লাইট এবং ২টি গাঁজা কাটার মেশিন উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বালুর চর এলাকায় স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মাদক বিরোধী অভিযানে যৌথ বাহিনীর সহযোগিতায় আমাদের থানা পুলিশও সর্বদা তৎপর রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরে আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়।