বিসিএস ক্যাডার হওয়া এক গর্বিত স্বপ্নের নাম। এটি শুধু একটি চাকরি নয়, বরং দেশের সেবা করার এক মহৎ সুযোগ। একজন বিসিএস কর্মকর্তা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, যার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ঠিক এমনি চিন্তাধারা থেকে বিসিএস ক্যাডার হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সন্তান ডাঃ মেহেদী হাসান।
মেহেদী হাসান উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম ইসলামাবাদ গ্রামের আঃ কাদির সরদারের ছেলে। তিনি ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
ডাঃ মেহেদী হাসান দি কার্টার একাডেমী থেকে ২০১৩ সালে এসএসসি ও নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছেন। এছাড়া তিনি চট্টগ্রাম মেডিকলে কলেজ হাসপাতাল থেকে এফসিপিএস শেষ পর্বে পড়াশুনা করছেন। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার হয়ে মেহেদী হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন।