আজ মঙ্গলবার

১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৬:৫৮

মতলব উত্তরে র‌্যাবের অভিযান, ১৬ মামলার আসামি বন্দুকসহ গ্রেপ্তার

522 Views

চাঁদপুরের মতলব উত্তরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর অভিযানে একনলা দেশীয় বন্দুক, কার্তুজ, টাকা গণনার মেশিন ও নগদ টাকা-বিদেশি মুদ্রাসহ ১৬ মামলার আসামি আবুল কালামকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের বেলতলী বদরপুর মোল্লাকান্দি এলাকার রিপনের দুই তলা পাকা বাড়িতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন)-এর নেতৃত্বে র‌্যাব-১১, সিপিসি আদমজীনগরের টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে আটক হন মো. আবুল কালাম (৪১)।

তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার জামালপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং বর্তমানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, অভিযানের সময় আবুল কালামের দেখানো মতে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়, একটি একনলা দেশীয় তৈরি বন্দুক (কাঠের বাটসহ দৈর্ঘ্য ৩৭ ইঞ্চি), দুটি শর্টগানের তাজা কার্তুজ, একটি EXTONIC ব্র্যান্ডের টাকা গণনার মেশিন, বাংলাদেশি ২ হাজার ৪০০ টাকা এবং বিভিন্ন দেশের বিভিন্ন মূল্যমানের বিদেশি মুদ্রা।
উদ্ধারকৃত এসব আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। পরে মঙ্গলবার সকালে মতলব উত্তর থানায় এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, র‌্যাব-১১ এর অভিযানে অবৈধ অস্ত্র, কার্তুজ, টাকা গণনার মেশিন ও বিদেশি মুদ্রাসহ আটক ওই ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আগামীকাল বুধবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ