চাঁদপুরের মতলব উত্তরে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে আরাফাত ইসলাম (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকালে স্কুলড্রেস পড়ে ছেংগারচর উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হয় সে।বর্তমানে আতঙ্ক ও দুশ্চিন্তায় রয়েছে তার পরিবারের সদস্যরা। নিখোঁজ আরাফাত কলাকান্দা ইউনিয়নের সাতআনী গ্রামের খোকন গাজীর ছেলে। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্জি।
তার স্বজনরা জানায়, সকালে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়িতে ফিরেনি আরাফাত। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও আর সন্ধান মেলেনি তার।
যদি কেউ তার কোথাও সন্ধান পেয়ে থাকে তাহলে (01626207845, 01984530253) এই নম্বরে যোগাযোগ করে বাবা-মায়ের বুকে ফিরিয়ে দেবার আকুতি জানিয়েছেন নিখোঁজ আরাফাতের পরিবার।