চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের সরকারি মাটি লুটের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। হামলার ঘটনায় অভিযুক্ত মাটি লুটকারী চক্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক শামীম দৈনিক ডেসটিনি ও স্থানীয় দৈনিক চাঁদপুর দিগন্তের প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি এ ঘটনায় ব্রাহ্মণচক গ্রামের আলী হোসেন প্রধানের ছেলে করিম হোসেনকে একমাত্র অভিযুক্ত করে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, করিম হোসেন ১০ থেকে ১৫ জন দিনমজুরের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের ব্রাহ্মণচক ক্যানেলের সরকারি মাটি অবৈধভাবে কেটে নিজ বাড়িতে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সচিব আব্দুল করিম দিপু ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি নেওয়ার কাজে বাধা প্রদান করলে অভিযুক্ত করিম হোসেন তার সঙ্গে মারমুখী আচরণ করেন এবং অশ্লীল ভাষায় গালমন্দ করেন।
পরবর্তীতে সংবাদ পেয়ে সাংবাদিক শামীম পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সকাল আনুমানিক ১০টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল ফোনে ভিডিও ফুটেজ সংগ্রহ করতে থাকেন। এ সময় অভিযুক্ত করিম হোসেন ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একপর্যায়ে করিম হোসেন সাংবাদিক শামীমকে কিল-ঘুষি মারতে শুরু করে এবং ধাক্কা দিয়ে ক্যানেলে ফেলে দেয়। হামলার সময় মোবাইলে ধারণকৃত ছবি ও ভিডিও সংবাদমাধ্যমে প্রকাশ করা হলে প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত ব্যক্তি।
হামলায় আহত সাংবাদিক শামীমকে স্থানীয়রা উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সাংবাদিক শামীম বলেন, “সরকারি মাটি লুটের খবর পেয়ে আমি দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে যাই। ভিডিও ধারণের সময় অভিযুক্ত করিম হোসেন আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং কিল-ঘুষি মেরে আমাকে আহত করে। স্থানীয় লোকজন না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান।