আজ রবিবার

২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৪:১৯

জনসংখ্যা নিয়ন্ত্রণে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ইউএনও

223 Views

মতলব দক্ষিণের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেছেন,পরিবার-পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির এই যুগে সচেতনতা বাড়িয়ে প্রত্যেক পরিবারকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। পাশাপাশি যুব-সমাজের ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউএনও।

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মেহেদী আল মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রায়হান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহীন ফেরদৌস।

আলোচনা শেষে উপজেলার সেরা ইউনিয়ন হিসাবে ৫নং উপাদী ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল্লহ প্রধান, জেলা ও উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (উপাদী উওর), সুমন চন্দ্র সরকার এবং জেলা ও উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী আলেমা সুলতানা (উপাদী উওর)কে ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া জেলা পর্যায়েও তারা দুজন শ্রেষ্ঠ হওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীনের কাছ থেকে ক্রেস্ট গ্রহন করছেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ