কুমিল্লার লাকসাম থেকে অপহৃত হওয়া দুই মাস বয়সী শিশু ঝর্ণাকে চাঁদপুরের মতলব পৌরসভার পূর্ব কলাদি থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। এ ঘটনায় ‘সদ্য সন্তানহারা’ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মতলব দক্ষিণ থানা পুলিশ খবর পেয়ে নিখোঁজ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বৃষ্টির দাবি, প্রায় মাস খানেক আগে তার এক মাস বয়সী সন্তানের মৃত্যু হয়। তাই তিনি লাকসাম থেকে প্রতিবেশীর বাচ্চা চুরি চাঁদপুরে চলে আসেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার গাজীপুর বউ বাজার এলাকার আনোয়ারের ছেলে পারভেজ ও তার স্ত্রী শানু দীর্ঘ বছর ধরে লাকসাম জংশনে বসবাস করছেন। অভিযুক্ত বৃষ্টি ছিলেন তাদের প্রতিবেশী। প্রায় দুই মাস আগে এই পারভেজ-সানুর ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা শিশু; তার নাম রাখা হয় ঝর্ণা। কিন্তু গত বৃহস্পতিবার তাদের ঘর থেকে চুরি হয় ঝর্ণা। সর্বশেষ শুক্রবার বাচ্চাটিকে চাঁদপুরের মতলব দক্ষিণ এলাকায় বৃষ্টির কাছ থেকে উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে বৃষ্টিকে আটক করে পুলিশ।
নিখোঁজ হওয়া শিশু ঝর্ণার বাবা পারভেজ বলেন, আমার দুই মেয়ে ও এক ছেলে। এরমধ্যে নিখোঁজ হওয়া ঝর্ণা সবার ছোট। সে নিখোঁজের পর আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করি। শেষে পুলিশের সহায়তায় চাঁদপুরে তাকে আমরা খুঁজে পাই।
অভিযুক্ত বৃষ্টি বলেন, গত ৭ অক্টোবর তার ৩১ দিন বয়সী সন্তানের মৃত্যু হয়। তারপর সানুর বাচ্চাটি নিয়ে আমি চাঁদপুরে চলে আসি।
মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ জানান, নিখোঁজ শিশুটি বৃষ্টির কাছ থেকে উদ্ধার করে মতলব হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বৃষ্টি ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। সে দাবি করছে নিজের সন্তান মারা যাওয়ায় প্রতিবেশীর সন্তান নিয়ে এসেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।