চাঁদপুরের মতলব দক্ষিণে বিয়ের গেট খুলতে গিয়ে উপর থেকে নিচে পড়ে মোবারক হোসেন মিজি (৫০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ভাগ্যগো মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন ফরিদগঞ্জ উপজেলার সেকদী গ্রামের করিম মিজির ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মোবারক হোসেন দীর্ঘদিন ধরে মতলব পানির ট্যাংকি এলাকার শাহিনা ডেকোরেটরে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় তিন বছর ধরে তিনি বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের সাজসজ্জার কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
বিয়ের অনুষ্ঠানস্থলে সাজসজ্জার কাজ শেষ করে গেট খুলতে তিনি উপরে ওঠেন। এসময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলেও দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো তিনি সকালে কাজে বের হলেও দুপুরেই তার মৃত্যুর খবর আসে। দুই ছেলে ও এক মেয়ের জনক মোবারকের মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে আসে।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
নিহতের মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।