আজ রবিবার

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৩:১৭

মতলবে নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিতের ঘোষণা ডিসির

79 Views

চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত এবং অঙ্গীকারাবদ্ধ।

তিনি বলেন, “এই নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। দায়িত্বের পবিত্রতা বজায় রেখে আমরা কাজ করবো। সকলের মধ্যেই ব্যতিক্রম কিছু করার অঙ্গীকার থাকতে হবে।”

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসি আরও জানান, গণভোট বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি তফসিল ঘোষণার পর যেসব প্রার্থী ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করেছেন, সেগুলো নিজ দায়িত্বে অপসারণের আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, উপজেলা নির্বাচন অফিসার চয়ন চন্দ্র সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. আব্দুর রশিদ পাটোয়ারীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্য দেন মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু প্রধানীয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, রয়মনেন নেছা মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সদস্য সালেহ আহম্মেদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিশান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১নং ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান প্রমুখ। সুষ্ঠু নির্বাচন আয়োজনকে ঘিরে মতবিনিময় সভাটি স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ