আজ সোমবার

৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

ভোর ৫:৫০

মতলব পৌরসভার প্রধান সড়ক ও ড্রেনের কাজ শুরু

66 Views

চাঁদপুরের মতলব পৌরসভার প্রধান সড়ক ও ড্রেন নির্মান কাজের উদ্ধোধন করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা এগারোটায় মতলব বাজার রিক্সা স্ট্যান্ড থেকে ম্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত সড়ক ও ড্রেেনের নির্মান কাজের উদ্ধোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক আমজাদ হোসেন।

উদ্ধোধনকালে তিনি বলেন, মতলবের জনগুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে এটি।মতলব শহরে প্রবেশের একমাত্র মাধ্যমও হচ্ছে এ সড়কটি। জনগণের প্রত্যাশা ছিল অন্তত মতলব বাজারে প্রবেশের জনগুরুত্বপূর্ণ সড়কটি যেন টেকসই উন্নয়ন হয়। সে চিন্তা মাথায় নিয়েই কাজটি করা হবে।এ ক্ষেত্রে নির্মান কাজটি করতে গিয়েজনগণের যাতায়াতে কিছুটা কষ্ট হবে।সেজন্য সর্বসাধারনের বৃহৎ স্বার্থে এ সামান্য কষ্ট সহ্য এবং ধৈর্য ধারন করতে হবে সবাইকে।

তিনি আরও বলেন,আরসিসি রাস্তা এবয়ল ড্রেন নির্মানের পাশাপাশি টেকসই কাজ করা হবে। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ণ প্রকল্প এলজিইডি এর আওতায় মতলব পৌরসভার তত্বাবধানে এ নির্মান কাজটি করা হচ্ছে। কাজটি যেন মানসম্মত ভাবে করা হয় সে ব্যাপারে ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে।

উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, পৌরসভার প্রকৌশলী ফেরদৌস আলম, মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু প্রধান, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও কাজের ঠিকাদার মোঃ জহিরুল হক জহির,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ